অফিস পরিচিতিঃ১৯৬১ সালের ১৬ অক্টোবর তারিখে ৩৭ নং অধ্যাদেশ বলে ইষ্টপাকিস্তান এগ্রিকালচারাল ডেভোলপমেন্ট করপোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে যা বতর্মানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত। কৃষি মন্ত্রনালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সরবরাহ করেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূন করে তোলা ও জনগনের খাদ্য নিরাপত্তা অজনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অথ উইং,বীজ ও উদ্যান উইং, ক্ষূদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বীজ ও উদ্যান উইং এর আওতায় বিএডিসির দানা শস্যবীজ উৎপাদন খামর, কঃগ্রোঃ জোন ও বীজের আপদকালীন মজুদ জোনের অধীনে উৎপাদিত বীজ সংরক্ষণ ও বীজের মান নিয়ন্ত্রনে রাখার জন্য সময়ের আবতে সারা দেশের চাহিদা সমন্বয় পূবক ১৬টি বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। এগুলোর মধ্যে অত্র মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয় ১৯৯০ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্রটি সুনামের সাথে তার কাযক্রম পরিচালনা করে আসছে। অত্র কেন্দ্রটিতে সংস্থার কঃগ্রোঃ জোন ও বীজ বধন খামারের মাধ্যমে উৎপাদিত ধান, গম ও ভূট্টা বীজ সংগ্রহ/উত্তোলন পূবক প্রক্রিয়াজাতকরণ কাযাদি পরিচালনা, বীজগুলি সুষ্ঠভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহন এবং পরবতী মৌসুমে সংরক্ষিত বীজগুলি প্যাকিং পূবক বিতরণের জন্য সরবরাহ করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS