Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

২০২০-২০২১ উৎপাদন বর্ষে চুক্তিবদ্ধ চাষী এবং সংস্থার খামারের উৎপাদিত বোরোধান বীজ বিএডিসি নির্ধারিত বীজমান অনুযায়ী সংগ্রহ চলছে।

 

সংগ্রহমান :- মানঘোষিত এবং প্রত্যায়িত

ক) অংকুরোদগম ক্ষমতা

সর্বনিম্ন ৯০%

খ) বিশুদ্ধতা

সর্বনিম্ন ৯৭ %

গ) বাহ্যিক চেহারা

বীজ অবশ্যই সুস্থ এবং স্বাভাবিক রংয়ের হতে হবে।

ঘ) আক্রান্ত বীজ

বীজে জীবন্ত পোকা পাওয়া গেলে কোন অবস্থাতেই গ্রহনযোগ্য হবে না।

ঙ) আর্দ্রতা

স্বাভাবিক অবস্থায় সর্বাধিক ১২% আর্দ্রতায় বীজ গ্রহনযোগ্য। অস্বাভাবিক প্রতিকূল অবস্থায়  সর্বার্ধিক ১৪.৫% আর্দ্রতাযুক্ত বীজ ১২% আর্দ্রতায় ওজন সমন্বয় করে বীপ্র কেন্দ্রে গ্রহন করা হয়ে থাকে। এ সকল বীজ সংগে সংগে বীজ ড্রায়ার মেশিনে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

চ) জড় পদার্থ

সর্বাধিক ২%(ছোট দানাসহ) ছোট দানার পরিমান ০.৫% এর বেশি  হতে পারবে না।

ছ) বিজাত/অন্য ফসলের বীজ

সর্বাধিক ১%। বিজাত/অন্য ফসলের বীজ সুষ্পষ্টভাবে পরিলক্ষিত হলে এবং তা শতকরা হিসেবে গ্রহনযোগ্য নির্ধারিত সীমা(১%) এর মধ্যে থাকলেও বীজ গ্রহন করা যাবে না।